এসএসি পরীক্ষার খাতা পুনরাই দেখার আবেদন করার পর কোন কোন জেলার রেজাল্ট কেমন হল।।
রাজশাহী বোর্ড পেলেন নতুন করে জিপিএ-৫ ৫৬ জন,ফেল থেকে পাশ ৪৮ জন
এবারের এসএসি পরীক্ষাই খাতা পুনরাই দেখার পর রাজশাহী বোর্ডএ ৩৬১ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হইয়েছে ।গত ২৮ জুলাই এসএসি পরীক্ষার রেজাল্ট বের হলেও, পুনরাই এসএসি ও সমমান পরীক্ষার খাতা পুনরাই দেখার পর প্রকাশিত ফল অনুসারে রাজশাহী বোর্ডএ নতুন জিপিএ-৫
পেয়েছেন ৫৬ জন এবং ফেল থেকে পাশ করা ৪৮ জন শিক্ষার্থীও পেলেন জিপিএ-৫। গত ২৮ জুলাই রাজশাহী বোর্ডএ পাশের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ কিন্তু এবার আরও বেড়ে দাঁড়ালো।
ঢাকা বোর্ড এ নতুন জিপিএ-৫ পেলেন ৩৬২ জন,ফেল থেকে পাশ করেছেন ১০৪ জন শিক্ষার্থী।
ঢাকা বোর্ডএ মোট ৩ হাজার ৮৫ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন করা হইয়েছে। তবে এসইসসি ও সমমান পরীক্ষার খাতা পুনরাই দেখার পর পাশ করা শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ৩৬২ জন। কিন্তু ফেল থেকে পাস করা কোন শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।
গত ২৮ জুলাই ফল প্রকাশিত হলেও শিক্ষার্থীরা আশানুরুপ ফলাফল না পেয়ে ঢাকা বোর্ড এ খাতা পুনরাই দেখার আবেদন করেন। এবার ঢাকা বোর্ড থেকে পুনরাই খাতা দেখার জন্য আবেদন করেছেন ১ লাখ ৯১ হাজার শিক্ষার্থী। এ বোর্ড এ মোট শিক্ষার্থী ৭৩ হাজার ৪৬ জন।
চট্টগ্রাম বোর্ড এ ১০৮০ জন শিক্ষার্থীর ফলাফল পরিবরতন,এর মাঝে ফেল করা শিক্ষার্থী পাশ করেছে ১৩০ জন।
চট্টগ্রাম বোর্ড এ পরীক্ষার খাতা পুনরাই দেখার পর পাশ করা শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন ১৬২ জন। ফেইল থেকে পাশ করলেও জিপিএ পাননি কোন শিক্ষার্থী । ২০২৩ সালের অনুযায়ী এসইসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮০ দসমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী ।
জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী এসইসসি ও সমমান পরীক্ষায় পাশ করেছিলেন।
কুমিল্লা বোর্ড এ নতুন জিপিএ-৫ পেলেন ৯৪ জন,ফেল থেকে পাশ ১৮০ জন শিক্ষার্থী।
কুমিল্লা বোর্ড এ এবছর এসইসসি ও সমমান পরীক্ষার খাতা পুনরাই দেখার পর ফল প্রকাশিত হল। আজ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্তক ডঃ মোঃ আসাদ্দুজামান এ তথ্য জানিয়েছেন । তিনি জানান কুমিল্লা,ব্রাহ্মানবাড়িয়া , ছাদপুর,নোয়াখালি ,ফেনী,লক্ষ্মীপুর জেলার ২৭ হাজার ৬০ জন শিক্ষার্থী ৫৬ হাজার
৬৫ হাজার ৪০টি খাতা পুনরাই দেখেছেন । জাছাই-বাছাই শেষে ৮৭৯ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৪ জন,ফেইল হতে পাশ করেছেন ১৮০ জন এবং ৬০৫ জনের গ্রেডের পরিবর্তন হইয়েছে। ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী বিহস্প্তিবার
৩১ আগস্ট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।
Comments
Post a Comment