এইচএসি রেজাল্ট ২০২৩ কবে দিবে??? HSC result 2023 kobe dibe?? HSC Result update news/ HSC2023


এইচএসি রেজাল্ট ২০২৩ কবে দিবে??? HSC result 2023 kobe dibe?? HSC Result update news/ HSC2023

এইচএসি পরীক্ষা ২০২৩ বর্তমানে চলছে,তবে কবে দিবে রেজাল্ট।। পরীক্ষার আগে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্তি ডঃ দিপু মনির কাছে জানতে চাওয়া হয়েছিল কবে রেজাল্ট দিবে। তখন তিনি বেশ কিছু গুরতপূণ কথা বলেন। তোমাদের রেজাল্ট প্রকাশের জটিলতার কারণ হল অন্য বোর্ডেরপরীক্ষা না হওয়া। তোমরা জান প্রথম যে চারটা পরীক্ষা ১৭-২৪ তারিখ পযন্ত মাদ্রাসা,চট্টগ্রাম,কারিগরি,বোর্ডের হইনি। বাস্তবিক অর্থে অন্যদের  মানে যাদের লিখিত পরীক্ষা হইনি তাদের হবে। ৫ অক্টোবর কিন্তু ৩ টি পরীক্ষা চলমান থাকবে। তোমাদেরও ব্যাবহারিক শেষ তাদেরও লিখিতও পরীক্ষা শেষ হবে। তবে পরীক্ষা শেষ হওয়ার পর কোন তারিখে পরীক্ষা রেজাল্ট দিবে তা জানা জাইনি।

মুলত নিয়ম হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার ২ মাস পর রেজাল্ট দিবে। প্রত্যেকবারই বলা হই পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পর রেজাল্ট প্রকাশ করা হই। সেই হিসেবে যদি আমরা দেখি যেহেতু ২৫ তারিখ পরীক্ষা শেষ হইয়ে যাবে তারমানে ততোক্ষণ শিক্ষকদের কাছে খাতাগুলো জমা হইয়ে যাবে।শিক্ষামন্তি এই কথাটিই বলেছেন যেহেতু আমরা ৩টি বোর্ডের পরীক্ষা ইস্থগিত রাখছি  কিন্তু আমরা স্বাভাবিক সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করব। ফলাফল প্রকাশে কোন দেরি হবে না। এখন সেই দিষ্টি থেকে যদি আমরা দেখি ২৫ সেপ্টেম্বর পরীক্ষা শেষ হলে ২৫ অক্টোবর ১ মাস হবে। ২৫ নভেম্বর ২ মাস হবে।সেই সাপেক্ষে ডিসেম্বের ১ তারিখ রেজাল্ট দিওয়ার সম্ভাবনা ১০০%।

 

Comments

Popular posts from this blog

SSC higher math MCQ and CQ question answer 2022

HSC ICT exam MCQ and CQ Dhaka, Chittagong, Rajshahi, Comilla, Barisal, Sylhet, Dinajpur, Jessore, Mymensingh Board question answers

HSC bangla 2nd paper question answer 2022